অঁজুহাতের আরেক নাম অস্ট্রেলিয়া
সম্প্রতি বিশ্বের প্রায় সবকটি ক্রিকেট দল বাংলাদেশে এসে নিশ্ছিদ্র নিরাপত্তায় অত্যন্ত জাঁকজমকর্পূন পরিবেশে খেলে গেছ ।কিন্তু অস্ট্রেলিয়া একের পর এক নিরাপত্তার অজুহাত দিয়ে যাচ্ছে। আসলে অস্ট্রেলিয়ার অজুহাতের কথা শুনতে শুনতে বাংলার একটা প্রবাদ বাক্যের কথা মনে পরে যায়,চালনি বলে ছুঁচো তোর পেছনে কেন ছেদা ।
Advertisements